অতিথি পাখি শিকার,৮০ হাজার টাকা জরিমানা

500

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় মধুমতি বাঁওড়ে অতিথি পাখি শিকারে করার দায়ে তিন ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত সোমবার (৯ ডিসেম্বর) কাশিয়ানীতে ভ্রাম্যমান আদালতের বিচারক এবং কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ এই জরিমানা করেন।

অতিথি পাখি শিকার করার দায়ে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জসিম উদ্দিনকে ২০ হাজার, ঐ উপজেলার তাপস বিশ্বাস ও গোপালগঞ্জের মিয়াপাড়ার কবিরুলকে ৩০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ৯টি পাখি উদ্ধর করা হয়। তার মধ্যে জীবিত দুইটি পাখিকে অবমুক্ত করা হয় আর জবাই করা ৭টি পাখি এতিম খানায় এতিমদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।