আখাউড়ায় রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

1371

ব্রাক্ষ্মণবাড়িয়ায় আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে রফিকুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে দক্ষিণ আউটার সিগন্যালে এলাকায় নাসিরাবাদ মেইল ট্রেনের নিচে কাটা পড়ে, সে পৌরশহরের মুর্শিদ মিয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের দাবি মানসিক ভারসাম্যহীন ওই যুবক রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন রেলওয়ে থানা কর্তৃপক্ষ।