হবিগন্জের লাখাই উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার হতাশায় পরশমনি নামে এক কিশোরী বিষাক্ত পদার্থ পানের মাধ্যমে আত্মহত্যা করেছে। গতকাল ফলাফল প্রকাশের পর সকাল সাড়ে ১১টায় বিষক্রিয়ায় ছটফট
করতে থাকে মেয়েটি। সাথে সাথে তাকে হবিগঞ্জ আড়াইশ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় মাদনা-বেগুনাই এসইএসডিপি মডেল হাইস্কুল থেকে এবারের পরীক্ষায় অংশ নেয়
সে। পরশমনি উপজেলার বুল্লা ইউনিয়নের বেগুনাই গ্রামের দরিদ্র কৃষক মোঃ জালাল মিয়ার মেয়ে।
মৃতের পরিবারের বরাত দিয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান স্থানীয় একটি পত্রিকাকে জানান, অকৃতকার্য হওয়ার পরপরই মেয়েটি জমিতে ব্যবহারের কীটনাশক (বুলেট) সেবনের মাধ্যমে আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহের
সুরতহাল তৈরীর পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরশমনির সম্পর্কে নানা ও বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, তিন ভাই-বোনের মধ্যে সবার বড় সে। বাকী
দুইজনও উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত। মানুষের মতো মানুষ করার লক্ষ্যে পরিবারের অভাব-অনটন থাকা সত্যেও তিন সন্তানকে পড়াচ্ছিলেন কৃষক জামাল মিয়া। অকালেই এক ছাত্রীর এভাবে চলে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের মা মোছাঃ নাসিমা আক্তার কান্না করতে করতে বার বার মুর্ছা যাচ্ছিলেন বলেও জানান তিনি।
মাদনা-বেগুনাই এসইএসডিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র বৈষ্ণব জানান, অত্যন্ত শান্ত প্রকৃৃতির মেয়টির শ্রেণীকক্ষে উপস্থিতি ছিলো নিয়মিত। তার আচরণে মুগ্ধ হতো সবাই। স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে
এসেছে। ফলাফল পর্যবেক্ষনে জানা যায়, পরশমনি গনিত ও কৃষি শিক্ষা বিষয়ে অকৃতকার্য হয়েছে। ক্যারিয়ার এডুকেশন বিষয়ে জিপিএ-৫ এবং বাকী বিষয়গুলোতেও কৃতকার্য হয় ভাল নম্বর পেয়ে।