এমআইএসটি অফিসার, কর্মী, ছাত্র, কর্মকর্তা এবং সিভিল কর্মীরা স্বেচ্ছাসেবী পরিষেবা।
উদ্দেশ্য: করোনা ভাইরাস প্রতিষেধক হিসাবে হ্যান্ড সানিটাইজেশন সারাদেশে মাঠে মোতায়েন করা বিডি সেনাবাহিনী দ্বারা আমাদের দেশের ভাসমান ও প্রান্তিক মানুষকে “হ্যান্ড স্যানিটাইজার” সরবরাহ করা।

সরবরাহ এর জন্য বর্তমানে ৮০ হাজার বোতল প্রস্তুত করে রাখা হয়েছে। এখানে মোট পাইপলাইনে ১ লক্ষ্য বোতল প্রস্তুত করার জন্য কাজকর্ম চলছে।