করোনা ভাইরাসে আক্রান্ত হলো তিনজন বাংলাদেশি

616

করনা ভাইরা যে তিনজন ব্যক্তি সনাক্ত হয়েছে। আজ রোববার সরকারের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর পরিচালক মিরজাদী সেব্রিনা এ ঘোষনা দেন। তিনি বলেন এ তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন তাদের কাছে থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। সেব্রিনা আরো বলেন তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের ওহানে উৎপত্তি হয় কোরোনা ভাইরাসের চীনের অন্য দেশে এসব বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। এর আগে ভারত ও পাকিস্তানের আক্রান্ত রোগী পাওয়া যায় কিন্তু বাংলাদেশ রোগী শনাক্ত হওয়ার ঘটনা এই প্রথম। করোনা প্রতিরোধে প্রয়োজন না হলে জনসমাগমে না যাওয়ার জন্য পরামর্শ দেন সেব্রিনা। তিনি বলেন করোনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে আইসোলেশন এর ইউনিট করা হয়েছে। আরো বলেন আশা করছি না আরো ছড়িয়ে পড়বে।