২৯মার্চ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের সামনে ৮ অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালায় । এতে সাংবাদিকসহ দুইজন আহত হয়। হামলার ঘটনা কোতয়ালী থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসেন।
ঘটনাটি ঘটে সদর দক্ষিন উপজেলার উলুরচর নামক স্থানে। এতে দুই পক্ষ পাল্টা হামলা করে।
ঘটনার পর দুই পক্ষই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এতে এক পক্ষ আবার সদর উপজেলার ২য় মুরাদপুর এলাকা থেকে ভারাটে সন্ত্রাসী এনে প্রতিপক্ষকে হামলা করে। পালিয়ে যাওয়া সময় হামলাকারী অটো চালকের ছবি এক সংবাদকর্মী তুলতে গেলে তার উপরেও হামলা চালানো হয়। স্থানীয় লোকজনসহ ও পুলিশ ছেনিসহ আটক করে হামলাকারীকে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
কি কারনে এবং সাথে কারা কারা ছিলো তা উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
অটোচালক সাইফুল ইসলাম ও দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার সংবাদিক বশিরুল ইসলাম আহত হন।