মেট্রোরেলের প্লিয়ার নম্বর 308 সংলগ্ন যে স্টপেজ, এই জায়গা টা যেন সারা বছর জুরে জ্যাম লেগেই থাকে, ঢাকা রকেয়া সারানি যেন মানুশের কাছে কাল/অভিশপ্ত জায়গা হয়ে পড়েছে। যে পথ পাড়ি দিতে মানুষের ৩০ মিনিট সময় লাগে, সেই পথ ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগতেছে। কিন্তু রাস্তাঘাট আর টিক হচ্ছেনা।
