থানায় জিডি করলেই কল আসবে আপনার ফোনে

421

আপনি থানায় জিডি করেছেন কি? জিডি করতে কি পুলিশ টাকা নিয়েছে? কত সময় লেগেছে? যদি কেউ ফোনে এরকম প্রশ্ন করে তবে অবাক হওয়ার কিছু নেই। আপনি ঢাকা রেঞ্জের কোনো থানায় জিডি করে থাকেন, তাহলে এমন ফোন কল আসতেই পারে আপনার কাছে।

থানায় জিডি করলেই ফোনে মতামত নেওয়র ব্যবস্থা চালু করেছে ঢাকা রেঞ্জ পুলিশ। ঢাকা রেঞ্জে ১৩ টি জেলা: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর। এতে থানা রয়েছে ৯৬ টি। তবে ঢাকা মহানগর ও গাজীপুর মহানগর এলাকা ঢাকা রেঞ্জের বাইরে। কাজেই ফোনের সুবিধা আপাতত পাচ্ছেন শুধুমাত্র ১৩ জেলার বাসিন্দারা।

ডিআইজি হাবিবুর রহমান জানান, থানা পুলিশের আচরণ নিয়ে জনগনের রয়েছে অনেক অভিযোগ। জিডি করতে গেলেও হয়রানি। সে কারণে পুরো ব্যবস্থাটি ঢেলে সাজানো হয়েছে।