নদীর খালে ফেলে দিলো নবজাতক শিশুকে

40
নদীর খালে ফেলে দিলো নবজাতক শিশুকে
মোবাইল সংবাদিক -হাসিবুল

আশাশুনি উপজেলার শ্রীধরপুর গ্রাম সংলগ্ন নদীর খালে একটি নবজাতক শিশুকে নদীর খালে ফেলে দিল। পরদিন সকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় কোন এক পথচারী ভেসে ওঠা ব্যাগের ভেতর থেকে একটি শিশুর লাশ দেখতে পেল। এই ঘটনা পাশবর্তী পুলিশ ক্যাম্পে স্থানীয় মেম্বার কে সংবাদ দিলে মেম্বার সেটা পুলিশ সহায়তার মাধ্যমে গ্রামের বাজার মসজিদের সামনে দাফন করেন।