নামাজের শিক্ষা – (ওয়াহিদ জামান)

    1116
    Namaz Photo

    কুরআন শিখে অর্থ বুঝে
    নামাজ পড়তে হবে
    আল্লাহর আদেশ মানার মনন
    তৈরি হবে তবে।

    একটা ফরজ ছেড়ে গেলে
    সব বিফলে যাবে
    আমল মাপার এই কানুনে
    শেষ ফলাফল পাবে।

    সময় মতো নিয়ম মেনে
    নামাজ পড়ো যদি
    সুস্থ হবে শরীর ও মন
    চলবে নিরবধি।

    ধনী-গরীব আমির ফকির
    এক কাতারে এসে
    সব ব্যবধান চূর্ণ করে
    গভীর ভালোবেসে।

    কেমন নেতা হতে হবে
    নামাজ থেকে শিখে
    সমাজ গড়ো রাষ্ট্র গড়ো
    সংবিধানে লিখে।