হবিগন্জ জেলার বানিয়াচং উপজেলায় মানিক মিয়া নামে এক মাদকাসক্ত যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আচরণে অতিষ্ঠ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট সাক্ষী দিয়েছেন দন্ডিত যুবকের গর্ভধারীনি মা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি। দন্ডপ্রাপ্ত মানিক বানিয়াচংয়ের ইকরাম গ্রামের মহররম আলীর ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি জানান, মানিক নিয়মিত ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সেবন করেন। তার মাতলামীর কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন পরিবার ও প্রতিবেশীরা। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
তিনি আরো জানান, ভ্রাম্যমান আদালতের সামনে দন্ডিত মানিক মিয়ার মা সাক্ষী দিয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যসহ এলাকার মুরুব্বীরাও উপস্থিত ছিলেন। অভিযানকালেও মানিক মাতাল ছিলেন। ছয়মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদানের পরপরই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযানে সহায়তা করেন বানিয়াচং থানার পুলিশ সদস্যরা।