কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর উত্তর একটি বাড়ি থেকে সুজন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সহদৌলতপুর গ্রামের তাহের মিয়ার ছেলে সুজন মিয়া প্রায় দের মাস ধরে ভাড়া থাকতো আব্দুল অদুদ মিয়ার একটি কক্ষে। যা ছিলো আ’লীগ সভাপতি আব্দুল খালেক ভূইয়ার ছোট ভাইয়ের।
সোমবার সকালে সুজনের কক্ষথেকে দুর্গন্ধ আসলে পাশে থাকা লোকজন পুলিশকে খবর দেয়। কোতোয়ালি থানার নাজিরা বাজার ফাড়ী পুলিশ ঘটনাস্থলে আসেন। দরজা ভেঙে সকাল ১১টায় রুমে প্রবেশ করে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, লোকমাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যুবকের মৃত্যু হয়েছে ২/৩ দিন আগে।তবে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের পর।