এই ন্যাক্কার জনক ঘটনাটি হবিগন্জ জেলার লাখাই উপজেলায় গত শনিবার সকালে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জুনাইদ মিয়া নামে এক ধর্ষককে গত রবিবার দিবাগত রাত প্রায় ২ টার সময় মাদ্রাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃত ধর্ষক লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রামের হাসু মিয়ার পুত্র। সে বামৈ কাটিহারা সিদ্দিকীয়া ইসলামীয়া মাদ্রাসার ছাত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জীবিকার প্রয়োজনে ধর্ষীতার পিতা সিলেটে থাকেন। ওই দিন বাড়ির পাশে মাদ্রাসার মাঠে সকাল ৮ টার সময় ধর্ষিতা শিশুটি আরো কয়েক জন শিশুর সাথে খেলা করছিল। শিপাকে কাঠালের বিচি দিবে বলে প্রলোভন দেখাইয়া মাদ্রাসার ২য় তলায় কক্ষ হিফজখানায় নিয়া যায়। তখন হিফজখানায় অন্য কোন লোক ছিলনা। ধর্ষক জুনাইদ হিফজখানার দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতা শিশুটি বাড়িতে গিয়ে মা হনুফার কাছে বললে মা সঙ্গে সঙ্গেই আশে পাশের লোকজনকে নিয়ে মাদ্রাসায় আসিলে ধর্ষক জুনাইদ পালিয়ে যায়। তখন চিকিৎসার জন্য ধর্ষিতাকে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লাখাই থানার উপ সহকারি পরির্দশক অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গত রবিবার ধর্ষিতার মাতা অনুফা বেগম বাদী হয়ে লাখাই থানায় একটি মামলা করেন।