করোনাভাইরাসের সংক্রমন এড়াতে সারাদেশেই চলছে লকডাউন। লক ডাউন চললেও গ্রামগুলোতে অবাধে লোকজন চলাচল করছে। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা মানছেননা কোন আইন। পরিবারের লোকজন এর মুখে খাবার তুলে দিতে ঘর থেকে বের হচ্ছেন এই শ্রমজীবী মানুষেরা। ঘরে ঘরে ত্রান পৌঁছে দেয়ার কথা থাকলেও ত্রান পৌছায়নি এই শ্রমজীবীদের ঘরে। কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার ঘুরে দেখা যায় সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারে ক্রয় বিক্রয় করার কথা থাকলেও সামাজিক দূরত্ব বজায় না রেখে ক্রয় বিক্রয় করছেন ক্রেতা বিক্রোতা গন। মাধাইয়া বাজারের আশেপাশের গ্রামগুলোতে ঘুরে দেখা যায় গ্রামের লোকজন বিভিন্ন সময় কয়েকজন একত্রে মিলে আড্ডা দিচ্ছেন। শিশুরা একত্রে খেলাধুলা করছে। সকাল সন্ধ্যা বাড়ি থেকে বেরিয়ে মহিলারা গল্পগুজব করছে। যার যার ঘরে থাকার আহ্বান করলেও গ্রামের এই মানুষগুলো সচেতন হচ্ছেন না কিছুতেই। গ্রামের মানুষের দাবি ঘরে ঘরে পর্যাপ্ত ত্রান পৌছে দিলে পরিবারের চাহিদা মেটানোর জন্য তাদেরকে আর বাহিরে যেতে হবে না। এতে যেমন তারা ও তাদের পরিবার যেমন নিরাপদ থাকবে তেমনি সমাজও নিরাপদ থাকব।