এসপি গোল্ডেন লাইন পথে থমকে আছে যাত্রী

749
Sp Golden Line
Sp Golden Line

এসপি গোল্ডেন লাইন যাত্রীসহ যাওয়ার সময় পথের মাঝে থমকে যাই প্রায় ১ থেকে ২ ঘন্টা কিন্তু তাহাদের ব্যাবহার অনেক ভাল ছিল, যাত্রা পথে ইঞ্জিন বন্ধ হওয়ার কারনে এ সমসসার স্রিস্তি হয়। কিন্তু তারা তারা তারি করে তাদের কোম্পানি কে ফোন করে অন্য আরেকটি গাড়ি পাঠাতে বলে, সেই গাড়ি টি আসতে প্রায় ১ -১.৫ ঘণ্টা লেগে যায়।

এস.পি. গোল্ডেন লাইন। যাত্রী সেবাই আরো একধাপ এগিয়ে। এখন থেকে হাই লাক্সরি . A.C বাস নিয়মিত চলাচল করবে। যোগাযোগ এস পি গোল্ডেন লাইন সাতক্ষীরা, ০৪৭১-৬৪৭৮৮ ০১৭৪০-৯৪৯৬৪০, পাটকেলঘাটা, ০১৭৪০-৯৪৭৬৭৮

ঢাকার মতিঝিল থেকে প্রতিদিন মাগুরা, যশোর ও সাতক্ষীরা রুটে চলাচলকারী বাসগুলোর মধ্যে একটি হল এসপি গোল্ডেন লাইন।

এসপি গোল্ডেন লাইন. ঢাকা থেকে মাগুরা, যশোর ও সাতক্ষীরা রুটে চলাচলকারী বাসগুলোর মধ্যে একটি হল এসপি গোল্ডেন লাইন।