গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাজাইল ইউনিয়নের মাজড়া (ডাঙ্গা মাজড়া) গ্রামের মো: ওমর গাজী ওরুপে বাগান গাজী। সম্পত্তি ও ঘরহীন এক যাযাবর বৃদ্ধ। তার নেই কনো ছেলে সন্তান, তিনি একটি মাত্র মেয়ে (খুসি) সন্তানের পিতা। একটা সময় তিনি এবং তার স্ত্রী মাজড়া এম.ইউ.সিনিয়র ডিগ্রী মাদ্রাসা,মাজড়া এ.জি. উচ্চ বিদ্যালয় এবং মাজড়া নতুন বাজারে সিঙ্গাড়া, ঝালমুড়ি,পাপড় ইত্যাদি বিক্রি করতেন আর সেই আয়ের টাকায় চলতো তাদের দুজনের সংসার। তার নিজের কনো জমি নেই এমনকি নিজের বাড়ি করার জায়গা বা বাড়ি কনোটাই নেই। তবুও মিলছেনা সরকারী কোন অনুদান, নেই মাথা গোজার ঠাঁই, দেখা যাচ্ছে তার জীর্ণশীর্ণ কুঠি।এটাও গড়েছেন অন্যের জমিতে।মিলছেনা এলাকার কারো যোগিতার হাত।