গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মহানাগ ও রাইতকান্ধী নামক দুই গ্রামে জনগনের মাঝে অনেকদিন যাবৎ অশান্তি বিরাজ করছে।কয়েক দফায় এই ঝামেলা মিটতে ছোট ছোট অনেক উদ্যোগ নিয়েছে অনেকেই।এলাকার লোকদের থেকে শুনাযায় যে, “আদর্শ সমাজ সংস্কার জোট” নামক একটা গ্রুপ থেকেও এই ঝামেলার সমাধান করার চেষ্টা করাহয় এবং সেখানে এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তবে তেমন কনো সমাধান হয়নি।তারই ধারাবাহিকতায় আবারও নতুন প্রচেষ্টা।
মহানাগ কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে শান্তি ও উন্নয়ন মূলক আলোচনা সভা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন:
জনাব আমিনুর রহমান সচিব কৃষি মন্ত্রণাল, জনাব আজিজুর রহমান ওসি কাশিয়ানী থানা, জনাব মুক্তার হোসেন সভাপতি কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগ, জনাব কাজী জাহাঙ্গীর আলম সাধারন সম্পাদক কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান ৪ নং সাজাইল ইউনিয়ন, জনাব ফরিদুল ইসলাম সাবেক চেয়ারম্যান ৪ নং সাজাইল ইউনিয়ন, জনাব মাসুদুর রহমান চেয়ারম্যান মাহমুদপুর ইউনিয়ন।এছাড়া আরো অনেকে।