সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, করোনা সংক্রান্ত কাজে যাওয়ার পথে

675
সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

আজ বৃহস্পতিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আজ সকালে সাভার সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি তিন টন ট্রাক জাজিরা সেনানিবাসে (শরীয়তপুর) যাওয়ার পথে ঢাকার অভ্যন্তরে সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে উল্টো পথে আসা একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এই দুর্ঘটনায় সৈনিক প্রিন্স নামে একজন সেনাসদস্য ঘটনাস্থলেই মারা যান।

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

এই ব্যাপারে যোগাযোগ করা হলে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, সাভার সেনানিবাস থেকে আমাদের একটি বড় দল শরীয়তপুরের সেনানিবাসে জাওয়ার জন্য রওনা হয়। যারা ওই সেনানিবাসে যাইতেছিল তারা সবাই ছুটি শেষে সদ্য যোগদান করেছেন কর্মে। তাদেরকে সেখানে পাঠানো উদ্দেশ্য ছিল করোনা সংক্রান্ত টহল দলে যুক্ত করার জন্য। সেখানে যেতে যেতে পথের মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটে।

উক্ত তিন টন ট্রাকে গমনকারী অবশিষ্ট ২১ জন সেনাসদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।