বাংলাদেশ ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তাফা তারেকুল হাসান আজ এক বিবৃতিতে বলেন, বর্তমান দেশে কঠিন পরিস্থিতি চলছে। লাগাতার ছুটিতে দেশ এক রকম অচল। বিত্বহীন, স্বল্প আয় ও ছিন্নমূল মানুষেরা জীবন পরিচালনায় দিশেহারা হয়ে গেছে।বিশেষ করে যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা অত্যন্ত করুন। এমন অবস্থায় ব্যক্তিগত ও সরকারী উদ্যোগে কিছু ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। আবার সরকারী ত্রাণ নিয়ে নানান ধরনের অস্বচ্ছলতা দেখা যাচ্ছে যা হতাশা জনক এবং মানুষের মৌলিক অধিকারকে খর্ব করছে। তিনি সকল রকমের দূর্নীতি পরিহার করে মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারী বরাদ্দটুকু সঠিকভাবে ঐ সমস্ত ছিন্নমূল মানুষের কাছে পৌছে দেয়ার জন্য গণপ্রতিনিধিদের কাছে উদাত্ব আহ্বান জানান। যদি বিশৃঙ্খলা বেশি দেখা দেয় তাহলে সেনাবাহিনী হস্তক্ষেপ কামনা করেন। তিনি দেশের বিত্ববান ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে এদের সহযোগীতায় এগিয়ে আসার উদাত্ব আহ্বান জানান।