সব পথে বাস চলাচল বন্ধ ময়মনসিংহ

402

গতকাল সোমবার ময়মনসিংহ থেকে বিভিন্ন পথে বিআরটিসির বাস চলাচল নিয়ে দ্বন্দের জেরে দুই পক্ষের হাতাহাতিতে আহত হয়েছেন তিন শ্রমিক। এ ঘটনার প্রতিবাদে ও বিআরটিসির বাস বন্ধের দাবিতে ময়মনসিংহ থেকে সকল পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকনেতারা।

ময়মনসিংহ হতে মুক্তাগাছা উপজেলা পর্যন্ত ১০ টি, ময়মনসিংহ হতে কিশোরগঞ্জ পর্যন্ত ৮ টি এবং ময়মনসিংহ হতে ফুলপুর পর্যন্ত ১০ টি বিআরটিসির বাস নতুত করে যুক্ত হয়েছে। এসব বাস সরকার থেকে ইজারা নিয়ে সড়কে চলাচল করছিল। গত রোববার ময়মনসিংহ থেকে নেত্রকোনা সড়কে আরও ১০ টি বিআরটিসির বাস চালু হয়। পরিবহনশ্রমিকদের বাধায় চার ঘন্টার মাথায় বিআরটিসির বাস সার্ভিস বন্ধ হয়ে যায়।