হাট বাজারে দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছে না মানুষ

522
বাজারে দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছে না
বাজারে দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছে না

যেখানে করো না আক্রান্ত মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে দেশের সমস্ত জায়গা লকডাউন করা হচ্ছে এমতাবস্থায় বগুড়া জেলার মানুষগুলো তারা বাজার ঘাট থেকে করে যাচ্ছে এবং তাদের মধ্যে কোন দূরত্ব বজায় রাখছেননা তারা একে অপরের গা ঘেসে চলাফেরা করছে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে জানিয়েছেন বগুড়া জেলার সাধারণ সম্পাদক।

যেখানে হাট বাজারে নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছতে বলা হয়েছে সেখানে মানুষজন অসচেতন অবস্তায় বাজারে ঘোরাফেরা করতে একটুও দেধাবোধ করছে না।