Paragraph লেখার নিয়মাবলীঃ
- একটি মাত্র বিষয় বা ভাব সম্পর্কে Paragraph লিখতে হয়।
- Paragraph এর প্রথম দুই বা তিন বাক্যের মধ্যে Topic sentence থাকতে হবে। যে মুল বিষয় সম্পর্কে Paragraph লেখা হচ্ছে সেই বিষয়টি যে বাক্যে উল্লেখ থাকে তাকে Topic sentence বলে।
- Paragraph এর বাক্যগুলো পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে।
- একই কথা বার বার লেখা জাবেনা।
- বিসয়ের বর্ণনা বার বার লেখা জাবেনা।
- Paragraph বেশি বড় করা জাবেনা। সাধারণত ১০, ১২ অথবা ১৫টি বাক্যের মধ্যে শেষ করতে হবে।
- Paragraph এর বাক্যগুলো একই সাথে লিখতে হবে।
Our National Flag (আমাদের জাতীয় পতাকা)
Every independent national has a national flag. Bangladesh is an independent country. So, she has a national flag. Actually, the national flag of Bangladesh is the symbol of our freedom. It may be made of cotton, silk or line. It is rectangular in shape. The ratio of its length and breadth is 10:6, The background of the flag is green in color. The green color is the symbol of life and energy. in the middle of the green background there is a blood red circle. the radius of the circle is one fifth of the length of the flag. The flag is used on every working day in every government and some important offices. It must be omitted on special days like International Mother Language Day, National and some other commemorative days. The circle symbol the rising sun with New hope and aspiration of a new nation. The national flag is a things of rice for us. We should show proper respect of it.
বঙ্গানুবাদঃ প্রত্যেক স্বাধীন জাতির একটা নিজস্ব পতাকা থাকে বাংলাদেশ একটা স্বাধীন দেশ ফলে তার একটি জাতীয় পতাকা রয়েছে মূলত বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক এটি সুতি সিল্ক বা লিলেন কাপড়ের হতে পারে। এটা দেখতে চতুর্ভুজের মত এটা দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১০ঃ৬ এটার রং গাঢ় সবুজ। এ সবুজ রং জীবনে শক্তির প্রতীক এটার মাঝখানে রয়েছে একটা লাল বৃত্ত। বৃত্তটি পুরো পতাকা পাঁচ ভাগের এক ভাগ। প্রত্যেক কর্ম দিবসে সরকারি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিশেষ বিশেষ দিনে যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অন্যান্য শোক দিবসে এটি অর্ধনমিত রাখা হয়। এ লাল বৃত্তটি একটি উদীয়মান সূর্যের পত্রিকায় একটি নতুন জাতীয় আশা-আকাঙ্ক্ষার চাপ বহন করে। জাতীয় পতাকা আমাদের অহংকার সকলের এটার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।