স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানা চালানো যাবে

376
স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানা চালানো যাবে
স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানা চালানো যাবে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালানো যাবে শিল্প কারখানা বন্ধের সিদ্ধান্ত সরকার থেকে আসেনি। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী সংগঠনের নেতা, মন্ত্রিপরিষদ সচিব সেনাবাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রী আরো বলেন যারা কারখানা চালাতে চান তারা স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালাতে পারবেন।

তিনি আরো বলেন পোশাক কারখানার জন্য যে ৫ হাজার কোটি টাকা দেয়া হয়েছে সেটা দান নয়, এটি ২ শতাংশ সুদে দেওয়া হয়েছে, সেটা সময়ের ব্যাবধানে পরিশোধ করতে হবে। কিভাবে এটা শ্রমিকদের কাছে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।