এই অ্যাপে রয়েছে প্রতি দুই মিনিট অন্তর গোটা বিশ্বের আপডেট পরিস্থিতি। যেটি ইতিমধ্যেই আমেরিকা, ব্রাজিলসহ অনেক দেশের ইলেকট্রনিক মিডিয়াগুলোতে ব্যবহার করা হচ্ছে।
অ্যাপে ডাটা আপডেটে সহযোগিতা নেওয়া হয়েছে ওয়ার্ল্ডওমিটারের। নাভিদের বাবা ওবায়দুল্লাহ লেখক এবং আলোকচিত্রী। তাদের পরিবার বসবাস করে নিউইয়র্কে। নাভিদ কার্নেগি মেলস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। এ্যাপ তৈরিতে তাকে আরও সাহায্য করে গ্যাবিয়েল রাসকিন যে নাভিদের সহপাঠী। নাভিদ বিশ্ববিদ্যালয়ের প্রজেক্টের অংশ হিসেবে কাজটা করেছেন।
অ্যাপটি খুব সাড়া জাগিয়েছে। জনপ্রিয়তা পেয়েছে ফেসবুক -টুইটারে।