করোনা থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হলে আল্লহর সাহায্য কামনা করতে হবে
——ডাঃ সাখাওয়াত হুসাইন
ইসনামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হুসাইন বলেছেন, করোনা থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হলে আল্লাহর সাহায্য কামনা করতে হবে, মানুষের নাফাররমানির কারণে আল্লাহ রাব্বুল আলামীন বহু জাতিকে ধ্বংস করেছেন। পৃথিবীতে যারাই আল্লাহর হুকুমের সাথে বিরুদ্ধাচারণ করেছে তাদেরকে বিভিন্নভাবে আযাব- গযব দিয়ে ধ্বংস করেছে। তিনি বলেন, আজ আমাদের দেশে আল্লাহর সাথে শিরক, বিদায়াত, অশ্লীলতা, বেহায়াপনা,হত্যা, খুন,ব্যাবিচার রাহাজানি, ছিনতাই,নারি ও শিশু নির্যাতন সহ অসংখ্য পাপ কাজ চলছে, এসব পাপ কাজ থেকে তওবা করে আল্লহর পথে ফিরে না আসলে আমাদের উপর ও ভয়াবহ আযাব নেমে আসবে। তিনি আল্লাহ তায়ালার একটি বাণীর দিকে লক্ষ করার অনুরোধ জানান। জলে স্থলে যে বিপর্যয় (মহামারী ও প্রকৃতিক দুর্যোগ) তা মানুষের কৃত কর্মের ফল, যার ফলে তাদের কোন কোন কর্মের শাস্তি আস্বাদান করান, যাতে তারা (আল্লাহর পথে) ফিরে আসে।”সূরা রূম-৪১ তিনি সকলকে সবসময় অজু অবস্থায় থেকে বেশী বেশী তওবা-এস্তেফার ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে প্রতিদিন একবার দোয়া ও কোরআন তেলাওয়াতে করার আহ্বান জানান। তিনি করোনা ভাইরাস সর্ম্পকে সাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
তিনি আজ বাদ আসর আন্দোলনের কেন্দ্রীয় অফিসে করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষে দোয়া মাহফিলে এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস সম্পাদক জনাব কামরুল ইসলাম, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামী ছাত্রশক্তির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, মোঃ ইয়ামিন, মোঃ আশিকুর রহমান মানিক। প্রমুখ