সময়ের আগে ইফতার করা মহাপাপ

2057

মহানবী (সাঃ) এক হাদিসে বলেন, ‘‘একদা আমি ঘুমিয়ে ছিলাম, সহসা দুজন লোক এসে আমার বাহু ধরে আমাকে সহ তারা এক দুর্গম পাহাড়ে গমন করল। তারা আমাকে বলল আরোহন কর, আমি বললাম, আমি আরোহন করতে পারিনা। তারা বলল, আমরা তোমাকে সাহায্য করব। আমি উপরে আরোহন করলাম, যখন পাহাড়ের চুড়ায় পৌছালাম, বিভিন্ন বিকট শব্দের সম্মুখীন হলাম। আমি বললাম এ আওয়াজ কিসের? তারা বলল এগুলো জাহান্নামীদের আর্তনাদ। অতঃপর তারা আমাকে নিয়ে রওয়ানা করল, আমি এমন লোকদের সম্মুখীন হলাম , যাদেরকে হাটুতে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের চোয়াল ক্ষতবিক্ষত , অবিরত রক্ত ঝরছে। রাসুল (সাঃ) বলেন, আমি বললাম এরা কারা ? তারা বলল এরা হচ্ছে এসব লোক, যারা রোযা পুর্ন হওয়ার আগে ইফতার করত।’’ উল্লেখিত হাদিস দ্বারা কবরের আজাবের ভয়ংকর চিত্র ফুটে উঠেছে, নবীদের স্বপ্ন সত্য এবং ওহীর অংশ। উল্লেখিত হাদিস দ্বারা বুঝা যায় যে, যারা ইফতারের সময় হওয়ার আগেই ইফতার করে ফেলে তাদের চরম শাস্তি পেতে হবে। এখন কথা হল যদি ইফতারের সময় হওয়ার পুর্বে ইফতার করলে এত শাস্তি পেতে হয়, তাহলে যারা একেবারেই রোযা রাখেনা