কুমিল্লায় বিয়ের প্রলোভন ধর্ষনের অভিযোগ, আটক ধর্ষক রাসেল

742

বি-বারিয়া জেলার এক কলেজ ছাত্রীকে কুমিল্লায় ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক আশিকুর রহমান রাসেলকে আটক করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের বাগিচাঁগাও এলাকার (মৃত) সিদ্দিকুর রহমানের ছেলে আশিকুর রহমানের সাথে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক বি- বাড়িয়া জেলার কলেজ ছাত্রী (ছদ্মনাম) আয়শার সাথে। রাসেল মেয়েটিকে বিয়ের কথা বলে ১৭ ই মার্চ কুমিল্লা আসতে বলে। মেয়েটি কুমিল্লা আসলে তারা স্বামী স্ত্রী’র পরিচয়ে বাসা ভাড়া নেয় ইপিজেডের হালুয়াপারা এলাকায়।মেয়েটি রাসেলকে বিয়ের কথা বললে সে নানা অযুহাতে এড়িয়ে যেত ৷ বিয়ে করার কথা বলে রাসেল দীর্ঘ দিন মেয়েটির সাথে ঐ বাসায় দৈহিক মেলামেশা করে আসছিল। আয়শা( ছদ্মনাম) গত ২৭ মার্চ পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশের সহযোগিতায় রাসেলকে গ্রেফতার করে সদর দক্ষিণ থানায় নিয়ে যায় ।

সদর দক্ষিণ থানার ওসি জানান, কুমিল্লা কোতয়ালী মডেল থানার পুলিশ আশিকুর রহমান রাসেলকে আটক করে। ঘটনার স্থান সদর দক্ষিন থানায় হওয়ায় আসামীকে ঐ থানায় পাঠানো হয়।