গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আজ বুধবার ৩০ দিনে পূর্ণ হবে জিলকদ মাস। এ হিসেবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করছেন ধর্ম মন্ত্রনালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম।
সভার শেষে তিনি জানান, দেশের কোনো জেলা, উপজেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি। কোরবানির ঈদ নামে পরিচিত ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব। তবে করোনা পরিস্থতিতে উৎসবের রঙ ফিকে হয়ে গেছে। করোনায় লাখো মানুষ বেকার হয়েছেন। কোটি মানুষ আর্থিক সঙ্কটে আছেন। তাই ঈদ কতটা উৎসব মুখর হবে তা নিয়ে সংশয় রয়েছে। করোনার বিস্তার রোধে ঈদযাত্রায় স্বাস্থবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। ঈদের নামাজ ঈদগাহে নয়, হবে মসজিদে। করোনাকালে বিপদকে আরো বাড়িয়েছে বন্যা। দেশের বড় একটি অংশ বানের পানিতে ডুবে আছে। লাখ লাখ মানুষ বন্যা কবলিত। করোনার পর বন্যায় বহু মানুষ দারিদ্রসীমার নীচে নেমে গেছেন। করোনাকালে কোরবানির হাট জমবে কী না, বিক্রিবাট্টা কতটা হবে তা নিয়েও সংশয় রয়েছে।