দেশের চতুর্দিকে করনা ভাইরাজ নিয়ে যখন সবাই সবাই আতঙ্কিত। ঠিক তখনই নতুন এক ভাইরাজের দেখা দিত নারকেলের পাতায়। একটু রাত হলে দেখা যায় নারকেলের পাতা গুলো সব সাদা হয়ে যাচ্ছে। এবং পাতাগুলোর ভিতর অসংখ্য পোকাদের মত বাসা বেঁধে যাপন করছে। এই দৃশ্য অসংখ্য মানুষকে করানোর মতো আতংকিত করে তুলছে। এটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বেশিরভাগ দেখা যাচ্ছে।