সাতক্ষীরা সরকারি কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ এসএম আফজাল হোসেনের সভাপতিত্বে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মহাদেব চন্দ্র সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকার খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক সহ সকল প্রকার যুগোপযোগী করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে এবং এই কলেজের ছাত্র-ছাত্রীদেরকে খেলা ধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান চর্চার মাধ্যমে এগিয়ে যেতে হবে এবং সাতক্ষীরার শিক্ষা-সাংস্কৃতির মানকে এগিয়ে নিয়ে পদ প্রদর্শক হিসেবে কাজ করতে হবে। প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।